
মেহেরপুর অফিস: জাতিয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক সিনিয়ির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি এমএকে খায়রুল বাশার, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক আবু সুফিয়ান হাবু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মাষ্টার, সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন- সরকারের দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পরাজিত করে জণগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।