চুয়াডাঙ্গা রবিবার , ১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে চাচাতো ভায়ের হামলায় স্বামী-স্ত্রী জখম

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ১, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন আজমাইন ও তাঁর স্ত্রী রিতা খাতুন। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত স্বামী-স্ত্রী মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আজমাইলের চাচাতো ভাই আজমাইনের বাড়ির জানালার পাশে গোবর ফেলার প্রতিবাদ করায় রিতা খাতুনের সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবেশী আজমাইলের চাচাতো ভাই তাঁর স্ত্রীর ওপর হামলা করে। এতে তাঁর স্ত্রী গুরুতর আহত হন। এসময় আজমাইল প্রতিবাদ করায় তাঁর চাচাত ভাই তাঁর ওপরেও হামলা চালিয়ে আজমাইল ও তাঁর স্ত্রী দুইজনকে আহত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।