ইপেপার । আজ রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

মেহেরপুর ও ঝিনাইদহে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬
  • / ৪২৩ বার পড়া হয়েছে

Meherpur-7

মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগ এক শোভাযাত্রার আয়োজন করে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে শহরে এক বিশাল শোভা যাত্রা বের করা হয়। শোভযাত্রাটি মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, আইন সম্পাদক অ্যাড. পল¬ব ভট্রচার্য, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মহিলা আ.লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মিদুল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কেএমএইচ কলেজ ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল ও সার্থকের লক্ষে কলেজ চত্ত্বরে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের স্লোগান ছিল “উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার” এই স্লোগান কে সামনে রেখে মিছিলে উপস্থিত ছিলেন সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এস,এম মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সজীব শেখ। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ হোসেন ফারুক। এছাড়া কলেজ ছাত্রলীগ, পৌর কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুর ও ঝিনাইদহে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা

আপলোড টাইম : ০১:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬

Meherpur-7

মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগ এক শোভাযাত্রার আয়োজন করে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে শহরে এক বিশাল শোভা যাত্রা বের করা হয়। শোভযাত্রাটি মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, আইন সম্পাদক অ্যাড. পল¬ব ভট্রচার্য, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মহিলা আ.লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মিদুল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কেএমএইচ কলেজ ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল ও সার্থকের লক্ষে কলেজ চত্ত্বরে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের স্লোগান ছিল “উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার” এই স্লোগান কে সামনে রেখে মিছিলে উপস্থিত ছিলেন সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এস,এম মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সজীব শেখ। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ হোসেন ফারুক। এছাড়া কলেজ ছাত্রলীগ, পৌর কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ।