মেহেরপুর অফিস:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যহত রেখেছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া ৬ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। মেহেরপুর পৌরবাসী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে।’ এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ হেল বাপ্পিসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
