মেহেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মধ্যে চেক বিতরণ

মেহেরপুর অফিস:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, ফুটবল প্রশিক্ষক আব্দুল মালেক, ক্রীড়াবিদ নাহিদা আক্তার প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে ৮ জনকে মোট ২৪ হাজার টাকা, করোনায় ক্ষতিগ্রস্ত ৪৫ জনের মধ্যে ৭ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।