মেহেরপুরে কচুর বস্তায় মিলল ৬৭ বোতল ফেনসিডিল

মেহেরপুর অফিস:
মাদকবিরোধী অভিযানে মেহেরপুর সদর থানার পুলিশ ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ কচুর বস্তার ভেতর থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই শরীফ হাবিবের নের্তৃত্বে পুলিশের একটি দল কচু বোঝায় একটি আলগামন কায়েম কাটার মোড়ে থামিয়ে তল্লাশি করে ৮টি কচুর বস্তার মধ্যে থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আলগামন চালক মানিক (২৭) সাহারবাটি ক্লাবপাড়ার মো. মজিবরের ছেলে। আলগামন চালক মানিক জানিয়েছেন, ‘সাহারবাটি থেকে কচু বোঝাই করে আমি মেহেরপুরে আসছিলাম। প্রতিদিনের ন্যায় আজকেও ভাড়ায় এসেছিলাম। তবে কচুর বস্তার ভেতরে যে ফেনসিডিল আছে, এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ এসআই শরিফ হাবীব বলেন, ‘আমরা গোপন সূত্রে খবর পেয়ে আলগামনে তল্লাশি করি এবং সেখান থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছি। আলগামন চালক মানিককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে।’ মাদকবিরোধী অভিযানে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সদর থানার এএসআই ওবাইদুর রহমান, এএসআই আব্দুল মালেক, এএসআই মিরাজুল ইসলাম, বৈকণ্ঠপুর ক্যাম্পের এএসআই মাসুদ রানা প্রমুখ।