
মেহেরপুর অফিস: ঔষধের নির্ধারিত মূল্য ছাড়া ক্রেতার সাথে মূল্য বেশি নেয়া, ভেজাল ও নকল ঔষধ বিক্রী করে প্রতারনা করা সহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত মেহেরপুর জেলা এ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত এ্যাকশন কমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আমীনুল ইসলাম, মেহেরপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, মেহেরপুর ও চুয়াডাঙ্গার ঔষধ প্রশাসনের তত্ববধায়ক সুকর্ণ আহমেদ, ডা. রোমেনা খাতুন, বি.সি.ডি.এস-এর মেহেরপুর জেলা সভাপতি আনারুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল লতিব প্রমুখ।