মেহেরপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়ার ইন্তেকাল

মেহেরপুর অফিস:
মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কে এম আতাউল হাকিম লাল মিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে আসরের নামাজের পরে হোটেল বাজার জামে মসজিদের সামনে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় পুলিশের একটি চৌকস দল আতাউল হাকিম লাল মিয়ার মরদেহকে গার্ড অব অনার প্রদান করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। এর আগে তাঁর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং তাঁর মরদেহে পুস্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুরের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মরহুমের ছোট ভাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম ফজলুল করিম খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, মরহুমের কনিষ্ঠপুত্র সাব-ইন্সপেক্টর ইকো, বিএটিবির ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন প্রমুখ। পরে জানাজা শেষে মেহেরপুর শহরের পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফন কাজে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল এনাম বকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।
এদিকে, মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। গতকাল রোববার এক শোক বার্তায় তিনি বলেন, কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুতে মেহেরপুর একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তাঁকে মেহেরপুরবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
অপর দিকে, কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এক শোক বার্তায় জেলা প্রশাসক বলেছেন, ‘আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’