চুয়াডাঙ্গা শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট হেলাল গ্রেপ্তার

নিউজ রুমঃ
জানুয়ারি ১৩, ২০২৩ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হেলাল হোসেন (২৮) নামের অনলাইন জুয়ার এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল উপজেলার মহাজনপুর গ্রামের খানপাড়ার জাকের আলীর ছেলে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অনলাইন জুয়ায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হেলাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে হেলালের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে বিকেলে তাকে আদালতে নেওয়া হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওসি আরও বলেন, হেলাল অনলাইন জুয়ার এজেন্ট। তার কাছ থেকে পাওয়া সাতটি মোবাইলে অনলাইন জুয়ার কয়েক লাখ টাকা লেনদেনের তথ্য খুঁজে পায় পুলিশ। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।