মেহেরপুরে অটিস্টিক বিদ্যালয়ের অনুষ্ঠানে পুলিশ সুপার আনিছুর রহমান
- আপলোড টাইম : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
- / ৩২৯ বার পড়া হয়েছে
প্রতিবন্ধী শিশুরা এখন আর সমাজের বোঝা নয়
মেহেরপুর অফিস: বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বদ্যানতায় প্রতিবন্ধী শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী শিশুরাও এখন নিজেদের কর্মদক্ষতা দিয়ে সমাজে নানাভাবে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। এ কারণে “প্রতিবন্ধীতা কোন প্রতিবন্ধকতা নয়” এই শ্লোগান আজ সফল। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তুহিন আরন্য’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির দাতা সদস্য হিসাবে নানামুখী ভূমিকা রাখায় বিদ্যালয়টি পুলিশ সুপারের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। পুলিশ সুপার বিদ্যালয়টি আজীবন দাতা সদস্য হিসাবে নিজেকে যুক্ত থাকার ঘোষণা দিয়ে বলেন, মেহেরপুরের জনপ্রতিনিধি, জেলা প্রশাসনসহ সমাজের সুহৃদয় মানুষ আজ বিদ্যালয়টির শিশুদের পাশে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকলে জেলার প্রতিবন্ধী শিশুরা কখনো কোন পরিবারের কাছে বোঝা হয়ে থাকবে না।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল বলেন, প্রতিবন্ধী শিশুদের মানসিক ও শারিরীক শক্তি বৃদ্ধিতে এবং শিশুদের আনন্দ বিনোদন দিতে প্রতিষ্ঠানটি আজ দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তিনি এই বিদ্যালয়টির জন্য তার পক্ষ থেকে সাহায্য সহযোগীতা অব্যাহত রাখবেন বলে জানান। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক শিশুর মত নয়। তাদের আনন্দ বিনোদন ও কাজের মাধ্যমে খুশি রাখা একটা দুরূহ কাজ। এই প্রতিষ্ঠানটি সেই কাজ করছে। তিনিও পৌরসভার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির উন্নয়নে যা কিছু করণীয় তা করবেন এবং তার সহায়তায় শিশুদের সাথে একদিন আনন্দ আড্ডার আয়োজন করবেন বলে জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির অর্থ সম্পাদক শাহিনুর রহমান রিটন, বিদ্যালয়টির উপদেষ্টা শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও শিক্ষাবিদ খন্দকার ফজলুল করিম খোকন কুনু মিয়া, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দাতা সদস্য মিজানুর রহমান রানা এবং বিদ্যালয়টির সহ-সভাপতি জানে আলম। অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো বিভিন্ন হস্তশিল্প ও চিত্রাঙ্কন দেখে অভিভূত হন। এ সময় প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় নাচ ও গান উপভোগ করেন অতিথিরা।