চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ৫, ২০২১ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গোলাম রসূল ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য দেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও যুব রেড ক্রিসেন্টের সোহাগ।
ওরিয়েন্টেশনে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার শোভন মল্লিক এবং রিপনা খাতুন প্রশিক্ষণ প্রদান করেন। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের ২০ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন। করোনায় আক্রান্ত রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন প্রদানের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সিলভের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন প্রদান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।