মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মশিউজ্জামান বাবুর ইন্তেকাল, শোক

মেহেরপুর অফিস:
মেহেরপুর বড় বাজারের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মরহুম মোসলেম আলীর বড় ছেলে ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জামান ক্লথ স্টোরের মালিক মনিরুজ্জামান দিপুর বড় ভাই, জামান এন্টারপ্রাইজের মালিক, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক ও গুণী যাত্রা শিল্পী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউজ্জামান বাবু নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মশিউজ্জামান বাবু স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর মেহেরপুর শহরের বড় বাজার গড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মেহেরপুর শেখপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মশিউজ্জামান বাবুর মৃত্যুতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর, অরণি থিয়েটার, মেহেরপুর থিয়েটার, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদ, মেহেরপুর ব্যান্ড অ্যাসিসিয়েশন, ব্লাক অ্যান্ড হোয়াটসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।