মেহেরপুরের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিদেশ সফর করলেন আঃ কুদ্দুছ স্বপন

02বারাদি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর ক্লাস্টারের, যুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ কুদ্দুছ স্বপন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিদেশ সফর করলেন। তিনি যুগিন্দা গ্রামের মিজানুর রহমান ও রোকেয়া বেগমের জৈষ্ঠ্য পুত্র। তিনি গত ২০১২ সালে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় থেকে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা লাভ করেন। এ বছরে তিনি শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শ্রীলংকা সফর করেন। জেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য আমি আজ এই মর্যাদা লাভ করেছি। এ জন্য সকলকে আমার প্রানঢালা ভালোবাসা ও শুভেচ্ছা রইল। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি আপ্রাণ ভাবে কাজ করবেন এবং সকলের কাছে দোয়া প্রার্থী ।