মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিট স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ ১৭ জন এবং গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত ও তাঁর পরিবারবর্গ এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছহীউদ্দীন ও তাঁর পত্নী ফজিলাতুন্নেছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে শ্যামপুর ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আযোজন করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান ও মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা নয়ন হাবিব, আব্দুর রহমান, জিয়ারুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।