
মুজিবনগর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনখালি গ্রামে পানিতে ডুবে নাজমুল হুসাইন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশ্ববর্তী ভৈরব নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। প্রতক্ষদর্শী স্কুল শিক্ষক সাদেক আলী জানান, প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয় নাজমুল। হাঁটা শেষে ভৈরব নদীতে গোসল করতে যায় সে। নদীতে সাঁতার কাটতে কাটতে হাফিয়ে পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় স্কুল শিক্ষক নিজেই নদীতে ঝাপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করে ব্যার্থ হয়। শেষে পানিতে মাছ ধরা জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল মুজিবনগর ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র। মেহেরপুর মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।