মেহেরপুরের বিভিন্ন কলেজে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম

মেহেরপুর অফিস:
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজসহ অন্য সব কলেজে এ ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। এ দিন সকাল থেকে কলেজ প্রাঙ্গণে নবাগত শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করে। মেহেরপুর সরকারি কলেজে প্রথম দিনে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ, মেহেরপুর সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ভর্তি করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম জানান, ‘সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বিকাল পাঁচটা টা পর্যন্ত প্রথম দিনের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।’