মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের একটি বাঁশ বাগানের নিচে থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা যুবককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যুবক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ডুগডুগি গ্রামের সুলতান মল্লিকের ছেলে তন্ময় হোসেন তুহিন। তিনি পেশায় একজন অটোচালক। তুহিনের পিতা-সুলতান মল্লিক জানিয়েছেন গতকাল রোববার সকালের দিকে সে অটো নিয়ে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় বের হয়ে আসে। যাত্রীবেশে ছিনতাইকারীরা তুহিনের অটো ভাড়া করে পথিমধ্যে তাকে চেতনানাশক ওষুধ খাওয়াইয়ে ইজিবাইক, দুটি মোবাইল এবং নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে অচেতন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের একটি বাঁশ বাগানের নিচে ফেলে রেখে চলে যায়। গতকাল রোববার রাতে তার পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে নিজ গ্রামে নিয়ে যায়।
মেহেরপুর সদর উপজেলার বারাদি পুলিশ ক্যাম্পের এএসআই কামরুজ্জামান জানান, ঘটনার আগমুহূর্তে ট্রিপল নাইন থেকে ফোনে জানানো হলে আমরা দ্রুত সেখানে পৌঁছায় এবং অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি