
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের উপকন্ঠ দিঘির পাড়ায় চয়নিকা নামের একটি ক্লাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্লাবের উদ্বোধন করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সেলিম রেজা। বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যাবসায়ী নূর হোসেন আঙ্গুর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, চয়নিকা ক্লাবের উপদেষ্ঠা শামীম হাসান, সাধারন সম্পাদক মামুনুর রশিদ জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ সভাপতি মহিদুল ইসলাম। অনুষ্ঠানে ক্লাবটির সদস্য সহ সাধারণ মানুষ অংশ নেয়।