
মেহেরপুর অফিস: খুলনা বিভাগকে ভিক্ষুক মুক্ত, তাদের কর্মস্ংস্থান ও পূনর্বাসন সংক্রান্ত ভিডিও কনফারেন্স করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক পরিমল সিংহ কথা বলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সালামের সাথে। এ সময় তিনি মেহেরপুরের ভিক্ষুকদের খোঁজ খবর নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, স্থানীয় সরকারে ভিভাগের উপ-পরিচালক হেমায়েত হোসেন, গাংনী পৌর চেয়ারম্যন আশরাফুল ইসলাম ভেন্ডার, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম সহ জেলার সরকারি কর্মকর্তাবৃন্দ।