চুয়াডাঙ্গা রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০

মেহেরপুরের গোভীপুরে প্রবাসী কল্যাণ সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২০ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে ‘গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা’-এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোগী দেখা হয়। এর আগে এ দিন সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, শাহজাহান আলী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।