মেহেরপুরের গাংনী পৌর কৃষক লীগের সম্মেলনে এমপি ফরহাদ হোসেন
- আপলোড টাইম : ০৯:০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ৪২৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিন
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌর কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা চত্বরে জমকালো আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল বলেন- মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের লেখা মাত্র ১৫ মিনিটের ডিজিটাল গানই হতে সরকারের উন্নয়ন প্রচারের একমাত্র হাতিয়ার। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে এ গানটি বড় ভূমিকা রাখবে। এ গানটি দেশের প্রতি ঘরে ঘরে পৌছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাসও দেন তিনি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে সবাইকে নৌকায় ভোট দিতে আহ্বান জানান।
আয়োজিত সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী পৌর কাউন্সিলর ও পৌর কৃষক লীগের আহবায়ক বদরুল আলম বুদু। প্রধান বক্তা ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমির চন্দ্র। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক কৃষি সম্পাদক আতিকুল হক, কৃষি পণ্য ফসল বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এ্যাড. আব্দুস সালাম, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশাদুজমান কবির, জেলা কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম মোমিন মন্ডল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৌলুৎপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলি দেওয়ান, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী, ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম সরোয়ার,
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সম্পাদক নিকুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক সামসুজামান দুদু, দৌলুৎপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান, দৌলুৎপুর ইউপি চেয়ারম্যান মহি উদ্দীন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমারন, তাতি লীগের উপজেলা আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আশাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক রিয়াজ আহম্মেদ, সাবেক সভাপতি ইসমাইল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ আমজাদ হোসেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।