চুয়াডাঙ্গা সোমবার , ৭ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে ৫ জুয়াড়ি আটক

নিউজ রুমঃ
মার্চ ৭, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক গাংনী:

মেহেরপুরের গাংনীতে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার রামনগর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রামনগর গ্রামের আফসার শেখের ছেলে আসমত (৪৯), ইসমাইল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০), সামসের মন্ডলের ছেলে মাসুদ (৩৩), সাইফুলের ছেলে লিখন (২৩) ও আজিবার আলীর ছেলে সাগর (২১)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বামুন্দি ইউপির রামনগর গ্রামের মকবুল হোসেনের বাঁশবাগানে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫হাজার ২শ’ ৯০ টাকা সহ তাস ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।