সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকুনুজ্জামান, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ২০২২- ২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন এলাকার ৯টি পয়েন্টে ৩৫৮ কেজি বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।