
গাংনী অফিস: গাংনীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রুখে দাড়াও বাংলাদেশ এই স্লোগানে আলোচনাসভা চলছিল। এসময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও মহিলা এমপি সেলিনা আক্তার বানু একে অপরের সমালোচনা কওে বক্তব্য রাখেন । উভয়ের সমালোচনা করে বক্তব্য রাখায় উভয় সমর্থক উত্তেজিত হয় এক পর্যায়ে নেতাকর্মিদের মাঝে হাতাহাতিতে রূপ নেয় ঘটনার। পুলিশের সহযোতিায় বড় ধরনের সংঘর্ষের হাত রক্ষা পেয়েছে বলে জানান প্রত্যাক্ষ দর্শীরা । গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজামান খোকনের সভাপতিত্বে ও তার স্বাগত বক্তব্য অনুষ্ঠান শুরু হয়। সভায় উপস্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক মহিলা এমপি সেলিনা আখতার বানুর কর্মকাণ্ডের সমালোচনা করেন। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এমএ খালেকের অভিযোগের জবাব দিতে গিয়ে মহিলা এমপি। এমএ খালেকের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা শুরু করেন । বিষয়টির প্রতিবাদ জানিয়ে এম এ খালেক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এসময় এমএ খালেকের সমর্থকরা মহিলা এমপি বিরুদ্ধে হৈ-চৈ করে প্রতিবাদ মুখর হয়ে পড়ে। কয়েকজন তেড়ে গিয়ে তাকে মারার জন্য উদ্যত হন। এসময় উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। একপযার্য়ে খালেক পক্ষের লোকজন মহিলা এমপির কয়েকজন সমর্থককে মারধর করে। পরে মহিলা এমপির কয়েকজন সমর্থক লাঠিসুঠা নিয়ে উপজেলার পরিষদের ভিতরে আসতে গিয়ে স্থানীয় কয়েকজন তাদের থামিয়ে দেয়। পরিস্থিতি নিয়র্ন্তনে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ তার ফোর্স সেখানে উপস্থিত হয়। এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি সেলিনা আকতার বানু। গাংনী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক ও গাংনী উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি সাহানা ইসলাম শান্তনা, প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও