মেহেরপুরের কাথুলীতে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল সোমবার ভোরের দিকে কাথুলী বিজিবি’র টহল দল পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল মদ ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। কাথুলী সীমান্ত ক্যাম্পের সুবেদার সুবোধ কুমার পালের নেতৃত্বে সীমান্ত ক্যাম্পের সদস্যরা টহল শেষে ফেরার পথে কাথুলী মাঠের মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় মদ ও ফেনসিডিল উদ্ধার করে।