বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে প্রায় এক যুগ আগে গড়ে ওঠে গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান তৃণমুল মডেল একাডেমী। প্রতিবারের ন্যায় এবারও এ একাডেমী থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা ফলাফলে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোকে পিছনে ফেলে শীর্ষে অবস্থান করছে। একাডেমীর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আশাদুজ্জামান সেলিম জানান, এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে ও তাদের আশা, আকাঙ্খা ও স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে তৃণমুল মডেল একাডেমী ৩টি শাখা স্থাপিত হয়। প্রতিষ্ঠানগুলি থেকে ২০১৭ সালে পিএসসি পরীক্ষায় মোট ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয় এবং শতভাগ পাশ করে। এদের মধ্যে এ-প্লাস লাভ করে ৩৫ জন। এ গ্রেড এবং এ মাইনাস লাভ করে ২০ জন। এদিকে জেএসসি পরীক্ষায় ১৮ জন ছাত্রছাত্রী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে একজন বাকি সবাই এ গ্রেড ও এ মাইনাস পেয়ে কৃতকার্য হয়েছে। তিনি এ সাফল্যে পিছনে প্রতিষ্ঠানের মমতাময়ী সেবা ও নিবিড় পরিচর্যা ছাড়াও অভিভাবক, কমিউনিটি ও শিক্ষকদের ভূমিকা উল্লেখ যোগ্য বলে জানান।