মেসি-সুয়ারেজে বার্সার উড়ন্ত সূচনা

sport 1
খেলাধুলা ডেস্ক: নতুন মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল। এই ম্যাচে লুইস সুয়ারেজ পেয়েছেন হ্যাটট্রিক। লিওনেল মেসি করেছেন জোড়া গোল। অপর গোলটি আরদা তুরানের। শনিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে মেসির ক্রস ডি বক্সের ভেতরে খুঁজে পায় জর্দি আলবাকে। তার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় সেটি জালে জড়ান তুরান। অবশ্য ২১ মিনিটে বেতিসকে সমতায় ফেরান গঞ্জালো কাস্ত্রো। তার ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। এরপর ৩৭ মিনিটে নিজের প্রথম গোলে বার্সাকে আবার এগিয়ে দেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে অতিথি ডিফেন্ডারদের মাঝ দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেজ। সার্জিও রবার্তোর কাছ থেকে বল পেয়ে প্রথম স্পর্শেই কোনাকুনি শটে বল জালে পাঠান উরুগুইয়ান স্ট্রাইকার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ৫৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সুয়ারেজ, বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে। ডি-বক্সে তুরানকে বল দিয়ে দ্রুত ভেতরে ঢুকে যান মেসি। তুরান আবার বল বাড়ান মেসিকে। মেসির পাস থেকে সহজেই লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। পরের মিনিটে মেসিও নিজের জোড়া গোল পূর্ণ করেন, স্কোরলাইন হয়ে যায় ৫-১। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। ৮১ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ। সরাসরি ফ্রি-কিক থেকে বার্সার হয়ে এটাই সুয়ারেজের প্রথম গোল। তিন মিনিট পর কাস্ত্রো আরেকটি গোল শোধ করে কেবল বেতিসের হারের ব্যবধানই কমাতে পারেন।