বিশ্ব ডেস্ক: অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহৎ শহর মেলবোর্নে ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য ওই গাড়িচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মেলবোর্নের ফ্লিন্ডার্স স্ট্রিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মেলবোর্নের অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আরেকজন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে। ওই এলাকায় মেলবোর্নের বড় বড় বেশ কিছু মার্কেট রয়েছে, যেখানে বড়দিনের কেনাবেচায় বিপুল মানুষের উপস্থিতি ছিল। তবে ঘটনাটি পরিকল্পিত হামলা বা সন্ত্রাসী কা- কিনা- সে ব্যাপারে পুলিশ এখনও কিছু জানায়নি।