আলমডাঙ্গা অফিস:
নাতীকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য পাঠিয়েছিলেন সানোয়ার হোসেন (৫২)। তবে নাতী টাকা না রিচার্জ করে ঘোরাঘুরি করছিল। এতে ক্ষিপ্ত হয়ে মেয়ে ববিতা (২৫) ও নাতীকে কুপিয়ে জখম করে সানোয়ার। এসময় কোপ থেকে বাঁচতে ববিতা ধাক্কা দিলে ইটে আঘাত পান বাবা সানোয়ার হোসেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ সানোয়ারের মেয়ে ববিতাকে আটক করেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ববিতাকে আটক করা হয়েছে। লাশ হাসপাতাল থেকে আসলে সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।