মুন্সিপুর সীমান্তে বিজিবি সোর্স ফারুকের বিরুদ্ধে অভিযোগ সোচ্চার এলাকাবাসী! দেখা যাচ্ছে না ফারুকের !
- আপলোড টাইম : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
- / ৩৩২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদার মুন্সীপুর সীমান্তের কথিত বিজিবির লাইনম্যান ফারুক গাঢাকা দিয়েছে। গতকাল সকাল থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছেনা বলে জানিয়েছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে মুন্সীপুর সীমান্তে বিভিন্ন মাদকদ্রব্য, মোটরসাইকেল, ভারতীয় গরু পাচার করে আসছিলো সে। সম্প্রতি তার চোরাচালানে বেপরোয়া হয়ে ওঠে সে। এবিষয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এলাকাবাসী। কথিত সোর্স ফারুক বিজিবির নাম ভাঙিয়ে চোরাচালান করে আসছিলো। বিজিবির গতিবিধি বুঝে তা ফাঁস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকা- ঘটিয়ে আসছিলো। এবিষয়ে ফারুকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সোর্সদের সাথে নিয়ে তার বাড়িতে গোপন বৈঠক করে। স্থানীয়দেরে মাধ্যমে সংবাদ পেয়ে গতকাল দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এরপর গতকাল সকাল থেকেই ফারুক গাঢাকা দিয়েছে। তাকে এলাকায় দেখা যায়নি বলেও জানিয়েছে স্থানীয়রা। অপরদিকে, বিশেষ একটি সূত্র জানিয়েছে, ফারুক গতকাল ভারতে প্রবেশ করে সেখানে অবস্থান করছে। এদিকে মুন্সীপুর সীমান্ত এলাকার বাসিন্দারা ফারুকের চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সীমান্তে হত্যা, পাচার, চোরাচালান বন্ধের দাবী জানিয়েছে।