মুন্সিগঞ্জ বাজারে দু’টি হোটেলে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা
- আপলোড টাইম : ০৯:১৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৪১৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুন্সিগঞ্জ রেলবাজারে ও সোনাতনপুর হাসপাতাল মোড়ে দু’টি হোটেল ও একটি মোটরসাইকেলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জানা গেছে, মুন্সিগঞ্জ রেলবাজারে বাবু হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের অপরাধে হোটেল মালিক বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর মুন্সিগঞ্জ সোনাতনপুর হাসপাতাল মোড়ে নাসিম উদ্দিন হোটেলে একই অপরাধে ভানু কুমার অধিকারীকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশেনের নির্দেশ প্রদান করেন। হাসপাতাল মোড়ের যাত্রী ছাউনির নিকট হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী রংপুরের মকবুল হোসেনের ছেলে ফল ব্যবসায়ী জাকারিয়াকে ৫শ’ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই লিয়াকত আলী সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।