আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে ৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের এ অভিযান পরিচালনা করেন। এসময় হোটেল ব্যাবসায়ী নাজিম উদ্দিনের হোটেলে অভিযান চালিয়ে নোংরা পরিবেশের কারণে ১ হাজার টাকা, একই অপরাধে অপর এক হোটেল ব্যবসায়ী শরিফুলকে ১ হাজার টাকা এবং বিভিন্ন অপরাধের কারণে মুদি দোকানি আলমগীরকে ২ হাজার টাকা, ফয়সালকে ৩ হাজার টাকা ও এক ফল ব্যবসায়ীকে ১ হাজার ৫ শ টাকা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন। এ সময় আলমডাঙ্গা থানা-পুলিশের একটি টীম উপস্থিত ছিল।