মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী পূর্নী আবারো শুরু করেছে রমরমা মাদক ব্যবসা

fxবিক্রম সাদিক: বাংলা মদ বিক্রির অপরাধে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ থেকে বিতাড়িত সেই পূর্নী এলাকায় ফিরে আবারো শুরু করেছে বাংলা মদের ব্যবসা। এছাড়া পিটিআই মোড়স্থ মুদি দোকানী কাজল ও মাধবীতলার মামুন জেল থেকে ফিরে আবারো বেপরোয়া ভাবে গাজার ব্যবসা করেছে। ফলে যুব সমাজ ধংস হচ্ছে। জানা গেছে, গত কয়েক বছর আগে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের পানের হাটের মধ্যে মাধবের স্ত্রী পূর্নী (৪৫) নিজ বাড়িতে বাংলা মদের দোকান খুলে বসে। মুন্সিগঞ্জ এলাকার সচেতন এলাকাবাসী ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মদ বিক্রি বন্ধ করতে নিষেধ করে। কিন্তু পুলিশ ও এলাকার মানুষের কথা উপেক্ষা করে পূর্নী মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকে। মুন্সিগঞ্জ পান হাটে এলাকাবাসী সালিশ করে তাকে বিতাড়িত করে। পূর্নী এলাকা ছেড়ে অন্যেত্বে চলে যায়। গত কয়েকমাস আগে সে এলাকার ফিরে আবারো বাংলা মদের দোকান খুলে বসে। প্রতিদিন সকাল থেকে গভির রাত পর্যন্ত বাংলা মদের ব্যবসা ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চুয়াডাঙ্গার পিটিআই মোড়ের মুদি দোকানী কাজল (৩০) বহু দিনের ইয়াবা ব্যবসায়ী। ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। এছাড়া পিটিআই মোড়স্থ মাধবীতলা নামক স্থানের মামুন(৩৭) মাস খানেক আগে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের হাতে ২ শত গ্রাম গাজা সহ আটক হয় সে। কয়েকদিনে আগে জামিনে এলাকায় ফিরে আবারো পুরো দমে তার গাজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। মামুন বলে বেড়াচ্ছে জেল খেটে পেকে এসেছি। পুলিশকে টাকা দিচ্ছি কেউ কিছু আমাকে করতে পারবেনা।  এলাকাবাসী এই মাদক ব্যবসা বন্ধে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।