প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে হাটবারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে বঙ্গবন্ধুর স্মরণে নিয়মিত শপথবার্তা পাঠের লক্ষে বিশেষ ম্যাগাজিন ও শুটিং অনুষ্ঠিত হয়েছে। ‘প্রজন্মের শপথ-বঙ্গবন্ধু তোমায় মনে রাখব’ এই স্লোগানে গতকাল শুক্রবার সকালে হাটবারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। পরে শান্তির প্রতীক কবুতরের পায়ে জন্মবার্তা পাঠানো ও শিক্ষার্থীদের পাঠ শেখানো, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিজয়বার্তা পাঠানো, শপথবার্তার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, শপথ গান বঙ্গবন্ধু তোমায় মনে রাখবো, কবিতা অবৃতি এবং শিক্ষার্থীদের স্কুল পোশাক বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবার রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু ও ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড. জয়নাল আবেদীন খান, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা, দ্যা অ্যাপারেল নিউজের সম্পাদক ও সভাপতি অমিত কুমার বিশ্বাস, সাংবাদিক হাবিব ওসমান, সুজন হোসেন প্রমুখ।
