মুজিবনগর স্মৃতিসৌধে প্রতিমন্ত্রীদ্বয়ের পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গতকাল শনিবার দুপরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মুজিবনগরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং বাংলাদেশের মানচিত্র ঘুরে দেখেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং ফরহাদ হোসেন। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।