মুজিবনগর সোনাপুরে কাচাপাঁট ট্রলি বোঝাই করে স্বরস্বতী খালে নামানোর সময় বিপত্তি খালপাড়ে ট্রলি উল্টে খাদে পড়ে ভুতো মন্ডল নিহত : শোকের ছায়া

মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নাজিরাকোনা গ্রামের মাঝে সোনাপুর কলনী পাড়ার শেষ মাথায়  ট্রলি উল্টে চালক সানোয়ার মন্ডল ভুতো (৪৫) নিহত হয়েছেন। বুধবার বেলা দশটার দিকে সরস্বতী খালে ট্রলি থেকে পাট নামিয়ে ঘোরানর সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে কাঁচাপাট ট্রলি বোঝাই করে সরস্বতী খালে নামনোর কাজ শেষ করে সানোয়ার মন্ডল ভুতো। এক পর্যায়ে খালপাড়ে রাস্তার উপর ট্রলি ঘোরাতে গিয়ে স্লিপ করে ট্রলি খালে উল্টে যাওয়ার সময় লাফ দিলে খালের পাড়ের নিচে থাকা আম গাছ ও ট্রলির মাঝ খানে চাপা পড়ে মাথায় গুরুতর জখম হন তিনি। স্থানীয় লোকজন বাঁশ দিয়ে ট্রলি সরিয়ে তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল পাঁচ টার সময় ভবেরপাড়া কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়েছে।
নিহত সানোয়ার মন্ডল ভুতো মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ছিয়ম মন্ডলের ছেলে। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ৩য় তার এক মাত্র সন্তান তারিক (১৮) মুজিবনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। সব ভাই পৃথক হওয়ায় তিনি ছিলেন পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে তার স্ত্রী ও এক মাত্র সন্তান অথৈয় সাগরে পড়েছে তাদের কান্না যেন থামতে চাই না। তাদের কান্না দেখে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে পাড়া প্রতিবেশী। সবার একটায় কথা এমন অকাল মৃত্যু যেন আর কারো না হয়