ইপেপার । আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • / ৫৫৪ বার পড়া হয়েছে

লিয়াকত আলীর ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মুজিবনগর প্রতিনিধি: ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য লিয়াকত আলীকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। মেহেরপুর পুলিশের একটি দল মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজব্হা উদ্দিনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তোহিদুল ইসলাম জাতীয় পতাকা দিয়ে রাষ্ট্রীয় সম্মাননা দেন। পরে আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গ্রাম্য কবরস্থানে লিয়াকত আলীকে দাফন করা হয়।
উল্লেখ্য, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। লিয়াকত আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। মৃত্যুর আগে তিনি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা ও আনসার পদকে ভূষিত হয়েছিলেন। ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে জীবন বাজি রেখে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন তিনি। বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। স্বাধীনতার পর ১২ জন আনসার সদস্যের মধ্য লিয়াকত আলীসহ ৯ জন আনসার সদস্য মারা গেলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য

আপলোড টাইম : ০৯:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮

লিয়াকত আলীর ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মুজিবনগর প্রতিনিধি: ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য লিয়াকত আলীকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। মেহেরপুর পুলিশের একটি দল মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজব্হা উদ্দিনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তোহিদুল ইসলাম জাতীয় পতাকা দিয়ে রাষ্ট্রীয় সম্মাননা দেন। পরে আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গ্রাম্য কবরস্থানে লিয়াকত আলীকে দাফন করা হয়।
উল্লেখ্য, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। লিয়াকত আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। মৃত্যুর আগে তিনি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা ও আনসার পদকে ভূষিত হয়েছিলেন। ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে জীবন বাজি রেখে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন তিনি। বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। স্বাধীনতার পর ১২ জন আনসার সদস্যের মধ্য লিয়াকত আলীসহ ৯ জন আনসার সদস্য মারা গেলেন।