সচেতন অভিভাবক ছাড়া সন্তানদের সফল হওয়া সম্ভব না

মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসো নতুন করি বরণ, তোমাদের আগমনে ধন্য হোক বিদ্যালয় প্রাঙ্গণ’ প্রতিপাদ্যে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চত্বরে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। তিনি বলেন, ‘সচেতন অভিভাবক ছাড়া সন্তানদের সফল হওয়া সম্ভব না। বাঁচ্চাদের সব থেকে বড় বিদ্যালয় তার পরিবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও স্মার্ট সিটিজেন তৈরিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিশুদের দক্ষ নাগরিক করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাবা-মায়ের ভূমিকা অনেক।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার যা করেছে, তা আর কোনো সরকার করেতে পারেনি। বছরের শুরুতে নতুন বই, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, কম্পিউটার ল্যাব, দক্ষ শিক্ষক নিয়োগসহ নানা কর্মকাণ্ড বাস্তাবায়ন করেছেন সরকার প্রধান। যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করতে কাজ করছে বর্তমান সরকার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস ও জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন ।