মুজিবনগর মহাজনপুরে পরিত্যক্ত বোমা উদ্ধার

2016-10-24--23_37_13

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রবিউল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১.৩০মি: দিকে কোমরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসএই আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা দুটি উদ্ধার করেন। তিনি বলেন, গোপন সংবাদে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা দুটি নিষ্ক্রিয় করতে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। তবে কে বা কারা বোমা দুটি কি উদ্দ্যেশে রেখে গেছে তা জানা যায়নি। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বোমা উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।