
প্রতিবেদক, মুজিবনগর:
‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।
বাগোয়ান ইউপির ২ নম্বর প্যানেল চেয়ারম্যান মি. বাবুল মল্লিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এসময় ৪২৬ জন দুস্থ নারীদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। ২০২৩-২৪ অর্থবছরের মহিলাবিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দুই বছর মেয়াদী এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়।