মুজিবনগর প্রেসক্লাবের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
- আপলোড টাইম : ০১:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১৪ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকল সদস্যের সম্মতিক্রমে মুন্সি ওমর ফারুক প্রিন্সকে পুনরায় সভাপতি এবং ভোরের কাগজ ও মেহেরপুর প্রতিদিনের মুজিবনগর উপজেলা প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমানকে (শের খান) সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন।
কমিটি ঘোষণা শেষে মেহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জ্যৈষ্ঠ সাংবাদিক রুহুল কুদ্দুস টিটো উপস্থিত থেকে সদস্যদের শপথ বাক্য পাঠ করান। কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি সানোয়ার হোসেন ডালিম, কোষাধ্যক্ষ মাথাভাঙ্গা ও যায়যায়দিন পত্রিকার মুজিবনগর প্রতিনিধি শেখ শফিউদ্দিন ও দপ্তর সম্পাদক জবাবদিহি প্রতিনিধি শাকিল রেজা।
নির্বাহী সদস্যরা হলেন— সময়ের সমীকরণের প্রতিনিধি সোহাগ মন্ডল, আকাশ খবরের প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার প্রতিনিধি জাহিদ হাসান ও দৈনিক সত্য খবরের প্রতিনিধি তুহিন আলী।