মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের পাশে অবস্থিত মুজিবনগর প্রি-ক্যাডেট একাডেমির ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টার সময় ওই স্কুল প্রাঙ্গনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে পঞ্চম শেণির ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্য এ বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম, কেদারগঞ্জ বাজারের ব্যবস্যায়ী আবু সাঈদ, মুজিবনগর প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আশরাফুল হক, সহকারি প্রধান শিক্ষক মহির শেখসহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।