প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীযুক্ত বাবু সুকুমার কর্মকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন কমিটি আহ্বায়ক শ্রীযুক্ত বাবু অভিজিৎ বোস। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন হরি সভার সভাপতি দ্বীরেন্দ্রনাথ নাড়ূ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শাশ্বত চক্রবর্তী নিপন, সদস্যসচিব কিশোর কুমার পাত্র, পৌর শ্মশান কমিটির সভাপতি কাজল দত্ত ও সুশান্ত কর্মকার, তাপস সাহা উৎপল কর্মকার, অনন্ত হালদার, বিশুৎ দত্ত, বাপ্পি সরকার প্রমুখ। সম্মোলন শেষে ডক্টর সুকুমার কর্মকারকে সভাপতি, নিরঞ্জন কর্মকারকে সাধারণ সম্পাদক ও শ্রী তাপস কুমার মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
