
প্রতিবেদক, মুজিবনগর:
পরিচ্ছন্ন মুজিবনগর বাস্তবায়নের লক্ষ্যে ‘গ্রিন মুজিবনগর, ক্লিন মুজিবনগর’ প্রতিপাদ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় মজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর পিকনিক কর্নারে পরিষ্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, যুব নেতা হাসানুজ্জামান লাল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন, ইউপি সদস্য বাবুল মল্লিক প্রমুখ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘ফেব্রুয়ারি শহিদদের মাস। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মুজিবনগর ক্লিন মুজিবনগর’ প্রতিপাদ্যে ঐতিহাসিক এই স্থানটিকে সবুজ রাখতে পরিষ্কার -পরিছন্নতা অভিযান শুরু করা হল। মুজিবনগর পিকনিক কর্নারে ডাস্টবিন হিসেবে বিভিন্ন স্থানে প্লাস্টিকের ড্রাম স্থাপন করা হল। যাতে করে আমাদের পরিছন্ন কর্মীরা এই ড্রামের মাধ্যমে নির্দিষ্ট স্থানে ময়লাগুলোকে রেখে দিবে যাতে ময়লাগুলো পরবর্তীতে ধ্বংস করা যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিকনিক স্পটকে পরিষ্কার -পরিছন্নতা রাখা।