মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে : ৩৫৩ বোতল বোঝাই
- আপলোড টাইম : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৩২৯ বার পড়া হয়েছে
ফেনসিডিলের বস্তা ফেলে মাদকব্যবসায়ীর ভৌ দৌড়!
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বুধবার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে। বুধবার দুপুরে পুুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেমের নেতৃত্বে এসআই হান্নান, এএসআই রবিউল, এএসআই মিন্টু সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাস গ্রামের সেগুনতলার মাঠে মনজুর হোসেনের ধান ক্ষেত থেকে এ ফেনসিডিলগুলো উদ্ধার করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, বুধবার দুপুরে মাদকব্যবসায়ীরা দুইটি বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আন্দবাস সেগুনতলার মাঠে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সেখানে পৌঁছালে মাদকব্যবসায়ীরা ফেনসিডিলের বস্তা ফেলে ভৌ দৌড় দিয়ে রেখে পালিয়ে যায়। পরে সেখানে গিয়ে বস্তা খুলে ১টি বস্তার ভিতর থেকে ১৮০ বোতল ও আরেকটি বস্তার ভিতর থেকে ১৭৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ খবর লেখা পর্যন্ত আসামি মাদকব্যবসায়ীদের সনাক্ত করে আটক করার প্রক্রিয়া চলছিল।