মুজিবনগরে স্বামীর ‘বাইলধরার’ আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস পূর্বপাড়ায় স্বামীর ‘কাঠের বাইলধরা’ আঘাতে রিতা খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপূর্বে গত বুধবার সাংসারিক তুচ্ছ ঘটনার জেরে স্ত্রী রিতা খাতুনের মাথায় হাসুয়া ধার দেওয়ার কাজে ব্যবহৃত ‘কাঠের বাইলধরা’ দিয়ে আঘাত করে স্বামী জাকারুল ইসলাম (৩৬)। এতে রিতা খাতুন রক্তাক্ত জখম হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কৃষক জাকারুল ও তার স্ত্রী রিতা খাতুনের মধ্যে তুচ্ছ ঘটনায় জেরে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে জাকারুল উত্তেজিত হয়ে হাতে থাকা হাসুয়া ধার দেওয়ার কাজে ব্যবহৃত ‘কাঠের বাইলধরা’ দিয়ে রিতা খাতুনের মাথায় আঘাত করে। এতে রিতা খাতুন গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা রিতাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবারর বিদাগত রাতে রিতার মৃত্যু হয়। সেদিন রাতেই স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরে জাকারুল। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, ‘রিতার লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জাকারুলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান আছে। অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’