মুজিবনগরে সরস্বতী খালসহ উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

মেহেরপুর অফিস:
মুজিবনগরের সরস্বতী খালসহ উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগরের সরস্বতী খালসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট ৩৮৪ কেজি মাছ অবমুক্তকরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, কাজী মহাম্মদ অনিক ইসলাম, মিথিলা দাস, নাহিদ হোসেন, সুজন দাশগুপ্ত, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়‚ব হোসেন, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।