প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৫৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মুজিবনগর উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটির আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের মুজিবনগর উপজেলা শাখার আহ্বায়ক শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক। আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিতাব আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন খাইরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে শুকুর আলীকে সভাপতি ও খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ৫৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি নার্গিস খাতুন, মফিজুর, আমাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. আশা খাতুন, শ্রী উত্তম বিশ্বাস, অর্থসম্পাদক দুর্লভ, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম আবু আল কাফি, তথ্য ও যোগায়োগ সম্পাদক আসাদুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক মাহাতাব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাসার, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারবিষয়ক সম্পাদক কাজী রেজাউল হক এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আসাদুল হক।
