
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরে মুজিবনগরে জাতীয় দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মুজিবনগর উপজেলা প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। অতিথি থেকে বক্তব্য দেন ভোরের কাগজ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী খালিদ হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, যুগ্ম সম্পাদক সাংবাদিক সোহাগ মন্ডল, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু, শাকিল রেজা, তুহিন আলী, জাহিদ হোসেনসহ মুজিবনগরে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।