প্রতিবেদক, আমঝুপি:
মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে দিনব্যাপী ব্ল্যাক বেঙ্গল ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ ব্লাক বেঙ্গল ছাগলের মেলা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন আলী সরকার, মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জয়নাল আবেদীন, খালিকুজ্জামান, আসাদুল হক ও মাসুদ রানা। এ সময় অতিথিরা মেলার পর্যবেক্ষণ ও স্টল পরিদর্শন করেন এবং দুজন ছাগল খামারীকে ২০ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেন।